শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

অত্যধিক গরমে ফের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের লাইন বেঁকে গেছে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অত্যধিক গরমে ফের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের লাইন বেঁকে গেছে 

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার ১৬ ঘণ্টা পর ফের একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার (২৯ এপ্রিল) পৌনে ১০টায় উপকূল এক্সপ্রেস ট্রেন শহরতলির দারিয়াপুর অতিক্রম করে। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে লাইনটি বেঁকে যায়। 

এ সময় বেশ কয়েকটি স্লিপার সরে যায়। এতে করে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে চট্টগ্রাম-সিলেট-ঢাকা রেলপথে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 

এদিকে শনিবার (২৯ এপ্রিল) দুপুরের পর তীব্র গরমের কারণে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনের ক্রসওভার বেঁকে যায়। স্টেশন সূত্র জানায়, ক্রসওভার বেঁকে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বেঁকে যাওয়া লাইন মেরামতের কাজ চলছে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা জানান, রেললাইন বেঁকে যাওয়ার কারণে ট্রেন বিলম্বে আসছে। এতে করে আমরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছি না। রেললাইনটি মেরামত করার পর আবারও বেঁকে যাওয়ায় আমাদের মনে নানা শঙ্কার সৃষ্টি হচ্ছে। আমরা চাই দ্রুত রেললাইন মেরামতসহ লাইন বেঁকে যাওয়া রোধে এবং রেলযাত্রাকে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী ব্যবস্থা নেবে।  
 
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, অত্যধিক গরমের কারণে আপলাইনে মেরামত করা রেললাইনটি পুনরায় বেঁকে গেছে। এতে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে চট্টগ্রাম-সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। কিন্তু ডাউন লাইনের অবস্থাও ভালো নয়। 

গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ঊর্ধ্বতন মহলের নির্দেশে ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছি। বেঁকে যাওয়া লাইনটি সচল করতে মেরামতকাজ চলছে। 

টিএইচ